2012-13 অর্থ বছরে বল্লভদী ইউনিয়ন দক্ষতা ভিত্তিক অনুদান পেয়েছে 169,832/= টাকা । অনুদানের টাকা দ্বারা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে 09 নং ওয়ার্ডে দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছে । 01. বিষ্ণুদী রুপাই মশালচীর বাড়ী হইতে সালাম মোল্লার বাড়ী হইয়া কাগদীর বাওড় পর্যন্ত রাস্তা নির্মাণ । প্রকল্পের বরাদ্দঃ 71,832/= টাকা এবং 02. বল্লভদী ইউনিয়নের বিভিন্ন স্থানে স্যানিটারী ল্যাট্রীন স্থাপন । প্রকল্পের বরাদ্দঃ 98,000/= টাকা । আগামী 30.09.2013ইং তারিখের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস