Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জন্ম নিবন্ধন সংক্রান্ত জরুরী নোটিশ
বিস্তারিত

ই মর্মে বল্লভদী ইউনিয়নের সকল সম্মানিত জনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, bdris.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে আপনি নিজেই নূতন জন্ম নিবন্ধন/জন্ম নিবন্ধনের যে কোন তথ্য সংশোধন/জন্ম সনদের কপির জন্য আবেদন করতে পারবেন । আবেদন সম্পূর্ণ হলে আবেদনের প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন পূর্বক বল্লভদী ইউনিয়ন কমপ্লেক্স ভবন, পিসনাইল কার্যালয়ে জমা দিলে প্রদত্ত তথ্যাদী যাচাই পূর্বক সঠিক পাওয়া গেলে সর্বোচ্চ তিন কার্য দিবসের মধ্যে আপনাকে সনদ সরবরাহ করা হবে ।   

নিজে আবেদন করতে অপারগ হলে বল্লভদী ইউনিয়ন কমপ্লেক্স ভবন, পিসনাইল কার্যালয় বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ফুলবাড়ীয়া বাজার বা ইউপি চেয়ারম্যানের বাড়ী ফুলবাড়ীয়াতে এসে আপনি বিনা খরচে আবেদন করতে পারবেন । নিবন্ধনাধীন ব্যক্তির বয়স ১৮ বছরের কম হলে পিতা মাতার ডিজিটাল জন্ম সনদের কপি (বাধ্যতামূলক), পিতা মাতার এনআইডির কপি, জন্ম তারিখের প্রমাণপত্র (বাধ্যতামূলক), স্থায়ী ও বর্তমান ঠিকানার প্রমাণপত্র (বাধ্যতামূলক) সহ যোগাযোগ করবেন আর নিবন্ধনাধীন ব্যক্তির বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলে পিতা মাতার ডিজিটাল জন্ম সনদের কপি, পিতা মাতার এনআইডির কপি (বাধ্যতামূলক), জন্ম তারিখের প্রমাণপত্র (বাধ্যতামূলক), স্থায়ী ও বর্তমান ঠিকানার প্রমাণপত্র (বাধ্যতামূলক) সহ যোগাযোগ করবেন ।

 

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতি একটি জরুরী আবেদন   

 জনাব/মহাষয়, ৮নং বল্লভদী ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা রইল । আপনি নিশ্চয়-ই অবগত আছেন যে, যে সকল কারণে জন্ম সনদ গুরুত্ব বহন করে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয় গুলি যেমন-______

বিদ্যালয়ে ভর্তিবাল্য বিবাহ রোধ করা, শিশুশ্রম বন্ধ করা, শিশু-কিশোরদের প্রতি সুবিচার নিশ্চিত করা, সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ইত্যাদী । আপনার মতো মহান ও দায়িত্বশীল পেশার ব্যক্তির জন্য সরকার জন্ম নিবন্ধন আবেদন পত্রে বয়স নিশ্চিত করণের প্রত্যয়ন চেয়েছেন বয়সের সঠিকতা যাচাইয়ের জন্য । কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই কোন কোন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকগণ জন্ম নিবন্ধন আবেদন পত্রে প্রত্যয়ন করে দিচ্ছে যা অত্যন্ত উদ্বেক জনক ও শিশু কিশোর স্বার্থের পরিপন্থী । এমন ও দেখা যায় জন্ম নিবন্ধনের সাদা আবেদন পত্রে (যে আবেদন পত্রের ঘরগুলো পূরণ করা হয় নাই) প্রত্যয়ন করে দিচ্ছেন যা কোন ভাবে-ই আইনসিদ্ধ নয় । আপনি নিশ্চ-ই চাইবেন না যে, আপনার একটুখানি অমনযোগীতা বা সাময়িক ভাবে কোন নির্বোধ অভিভাবকের মন রক্ষার্থে একটি সম্ভাবনাময় শিশু তার সারাটি জীবন হারিয়ে ফেলুক বা অপরিণত বয়সে কোন বালিকা মাতৃত্বের বিশাল বোঝা মাথায় নিয়ে জীবনের মাঝপথে হারিয়ে যাক বা বয়স হেরা-ফেরী করে কোন প্রতারক সমাজে অবাঞ্ছিত ঘটনার জন্ম দিক; কারণ আপনি শিক্ষক, শিক্ষা জাতীর মেরুদন্ড আর আপনি তার ধারক । বয়সের সঠিকতা যাচাইয়ের জন্য এমবিবিএস ডাক্টারের বিকল্প হিসাবে আপনার প্রত্যয়ন চাওয়ার মূল কারণ হ'ল আবেদিত ব্যক্তি হয় আপনার প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত বা অতীতে অধ্যয়নরত ছিল সেই সূত্রে আপনার স্কুল রেজিস্টারে তার সঠিক বয়সের প্রমাণ আছে অথবা আপনি যে স্কুলের শিক্ষক আবেদিত ব্যক্তি সেই এলাকার হওয়ায় তার বয়স সম্পর্কে সঠিক তথ্য প্রদাণের জন্য একজন শিক্ষকের চেয়ে নিরপেক্ষ আর কেউ হতে পারে না ।

         অতএব, অতি বিনয়ের সহিত আপনাকে নুরোধ করা যাচ্ছে যে-

         01. আপনার স্কুলের ভর্তি রেজিস্টার অনুযায়ী জন্ম নিবন্ধন আবেদন পত্র পূরণ না করলে অনুগ্রহ পূর্বক আপনি প্রত্যয়ন করবেন না ।

         02. আবেদিত ব্যক্তি আপনার স্কুলের ছাত্র না হ'লে তার বয়স সম্পর্কে সঠিক তথ্য না জেনে অনুগ্রহ পূর্বক আপনি প্রত্যয়ন করবেন না ।

         03. কাটা-ছেড়া/ওভার রাইটিং আবেদন পত্রে অনুগ্রহ পূর্বক আপনি প্রত্যয়ন করবেন না ।

         04. আবেদিত ব্যক্তি যদি স্ত্রী লিঙ্গের হয় এবং বয়স যদি আঠার বছর বা তদূর্ধ হয় এক্ষেত্রে অবশ্য অবশ্য-ই সঠিক অনুসন্ধান ব্যতিরিকে অনুগ্রহ পূর্বক আপনি প্রত্যয়ন করবেন না ।

         05. আবেদিত ব্যাক্তি আপনার স্কুলের ক্যাচমেন্ট এলাকার বাইরের হ’লে অনুগ্রহ পূর্বক আপনি প্রত্যয়ন করবেন না ।

         * জন্ম নিবন্ধন আবেদন পত্রে প্রত্যয়ন দেওয়া আপানার উপর সরকার কর্তৃক আরোপিত একটি মহান দায়িত্ব, জন্ম নিবন্ধন আবেদন পত্রে আপনার সঠিক প্রত্যয়ন পাওয়া প্রত্যেকের নাগরিক অধিকার । 

         “শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার” শিক্ষক হিসাবে জাতি আপনার কাছ থেকে শুধু শ্রেষ্ঠটা-ই আশা করে । 

      ধন্যবাদান্তে-

মো. নুরুল ইসলাম, চেয়ারম্যান, ৮নং বল্লভদী ইউনিয়ন পরিষদ, সালথা, ফরিদপুর

ডাউনলোড
প্রকাশের তারিখ
02/07/2021
আর্কাইভ তারিখ
02/07/2021